সীমান্তে নজীর সৃষ্টি ভারতীয় সেনার
নিউজ ডেস্কঃ আগের সরকারের আমলে বর্ডারে সেভাবে কাজ না করার ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের পাশাপাশি সেনাবাহিনীর বিরাট সমস্যা হয়েছে, সবথেকে বড় কথা বল এই যে ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হলে মানুষ গুলি কোথায় গিয়ে আশ্রয় নেবে কেউ ভেবে দেখেছে?
ভারতের বর্ডার রোড অর্গানাইসেশান শেষ ১ বছরে বিরাট পরিমানে কাজ করেছে। ১২০০ কিমি রাস্তা তৈরি করার পাশাপাশি ২৮৫০ কিমি রাস্তা রক্ষণাবেক্ষণ করেছে। এর মধ্যে রাজস্থানে শুধু ১৬২ কিমি বাকি রাস্তা জম্মু কাশ্মির এবং অরুণাচল প্রদেশ জুড়ে তৈরি করা হয়েছে।
ভারত-পাক যুদ্ধ বাঁধলে সিমান্তের মানুষকে যাতে আগলে রাখা যায় সেই কারনে মাটির নিচে ৮০০০ স্পেশাল বাঙ্কার তৈরি করেছে এবং ১১০০০ তৈরির কাজ চলছে।
বর্ডার রোড অর্গানাইসেশান এবং ভারতীয় সেনা সীমান্তে রক্ষণাবেক্ষণের জন্য শেষ কিছু বছর ধরে যেভাবে কাজ করছে তা সত্যি প্রশংসনীয়। এই প্রোজেক্টের কাজ গুলি ঝুলে ছিল যা শেষ ৪-৫ বছরে কেন্দ্রিয় সরকার অনুমতি দিয়েছে।