রাফালের আপগ্রেডেড ভার্সন ২০২৪ এ ই কি চলে আসতে পারে?
নিউজ ডেস্কঃ গল্প মনে হলেও একটা কথা সত্যি যে রাফালে পৃথিবীর যেকোনো যুদ্ধবিমানকে টেক্কা দিতে পারে তা বলাই বাহুল্য। এবং ইতিমধ্যে তা একাধিকবার প্রমান হয়েছে যুদ্ধের ময়দানে। আর সেই কারনে পৃথিবীর বহু দেশ ফ্রান্সের এই যুদ্ধবিমান ক্রয় করতে আগ্রহী। রাফালে কিছুমাস আগে আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ ২২ র্যাপ্টর এবং কিছুদিন আগে এফ ৩৫ কে ও টেক্কা দিয়েছে।
মধ্য প্রাচ্যের এক সংবাদ সুত্রের মতে মিশর বায়ুসেনার এক্সারসাইজ চলাকালীন রাফায়েল F-3R এর স্পেক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুট ১০০ কিমি দূর থেকেই SU-35E এর পাওয়ারফুল রেডার কে জ্যাম করেছিল।
আর সেই কারনে মিশর সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের বিমানবাহিনীতে ১০০ টি রফালে যুদ্ধবিমান রাখবে। বর্তমানে তাদের ৫৪ টি রাফালে রয়েছে। তবে ভবিষ্যতে তারা রাফালের আপগ্রেডেড ভার্সন এফ ৪ ক্রয় করবে যা ২০২৪ এ সার্ভিসে আসতে চলেছে।
কিন্তু কখনও ভেবে দেখেছেন যে আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ ৩৫ এর এই অবস্থা হলে চীনের হাতে থাকা JF-17 থেকে শুরু করে J-10, j-11 ও J-20 এর কী অবস্থা হবে। এই জন্য ভারতবর্ষের দরকার আরও রাফালে অর্ডার দেওয়া এমনটাই মোট সামরিক বিশেষজ্ঞদের।