পৃথিবী

আগেকার দিনে টিভিতে ঝি ঝি কেন হত জানেন?

নিউজ ডেস্কঃ ‘বিগ ব্যাং’ থিয়োরি থেকে শুরু করে আলোকবর্ষ। বিশ্বে এমন কিছু বিষয় বা এমন বহু বিষয় যা আজও মানুষের কাছে অজানা। এ্যান্টেনা টিভি দেখেছেন! যা ৯০ এর দশকের দিকে দেখা যেত, সিগনাল না পেলে এদিক ওদিক ঘোরাঘুরি করতে হতো। আর যখন কোন সিগনাল আসতো না তখন টিভি ঝিঁ ঝিঁ করতো? ওই ঝিঁ ঝিঁ করার সময় যে বিন্দুগুলো দেখা যেত আর এই ছবিতে যে বিন্দুগুলো দেখছেন দুটো একই জিনিস।

ওটা ছিল ছোট পর্দায় আর এটি বড়ো পর্দায়। এই কসমিক মাইক্রোওয়েভ সিগনাল গুলোর সৃষ্টি হয়েছিলো ঠিক মহাবিশ্ব শুরুর সময় অর্থাৎ ‘বিগ ব্যাং’ এর সময়। আমরা সিগনাল বিহীন টিভিতে যে ঝিঁ ঝিঁ গুলো দেখতাম তার সৃষ্টি আজ থেকে ১৩.৭ বিলিয়ন বছর আগে অর্থাৎ আণুমাণিক ১৩৭০ কোটি বছর আগে ঠিক মহাবিশ্ব শুরু হয় যে বিগ ব্যাং বিস্ফোরণ এর মাধ্যমে সেই বিগ ব্যাং এর পর যা কিছু মহাবিশ্বে ছড়িয়ে পড়ে সেই সমস্ত থেকে নির্গত মাইক্রোওয়েভে সিগনাল। যা কিছু সৃষ্টি হয়েছিলো তা আমরা হয়ত দেখতে পাচ্ছি না সেভাবে। তবে মাইক্রোওয়েভ সিগন্যাল পাচ্ছি, এই দেখা আর মৃত ব্যাক্তিকে শ্মশানে জালিয়ে দেওয়ার পর ছাই দেখা একই জিনিস।

এই ছবিটি দেখুন এই ছবি নির্মাণ করা হয়েছে কসমিক মাইক্রোওয়েভ সিগনাল এর মাধ্যমে। আমাদের এখনো পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের ছবি। অর্থাৎ এটিই এখনো পর্যন্ত মানুষ মহাবিশ্বে যা আবিষ্কার করেছে সেই অংশ তবে মজার বিষয়! এই অংশটা ঠিক কতটা বড়ো? আনুমাণিক ৯২.১ বিলিয়ন আলোকবর্ষ… অর্থাৎ ৯২০০০০০০০০০০ আলোকবর্ষ….  (৯ হাজার ২০০ কোটি) আলোকবর্ষের সমান, অর্থাৎ আলো সেকেন্ড ৩ লক্ষ্ কিলোমিটার বেগে ৯ হাজার ২০০ কোটি বছরে যতটা দূরত্ব যেতে পারে এই অংশ সেই অংশের সমান। অর্থাৎ বুঝতে পারছেন? কল্পনা করতে পারছেন? এখনও পর্যন্ত আমাদের মস্তিষ্ক এতটা উন্নত নয় যে এই দূরত্ব কল্পনা করতে পারবে। দ্বিতীয় কথা আমাদের মহাবিশ্বের বয়স ধরা হয় আজ থেকে আনুমাণিক ১ হাজার ৩৭০ কোটি বছর আগে অর্থাৎ ‘বিগ ব্যাং’ হয়েছিলো আজ থেকে ১ হাজার ৩৭০ কোটি বছর আগে, আর আমরা জানি আলোর থেকে বেশি গতিবেগ সম্পন্ন কোন বস্তু হতে পারে না, তাহলে??? তাহলে আজ থেকে ১৩৭০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া সমস্ত কিছু যা পরে পরমাণু,অণু এবং বস্তু হলো গুলো যদি আলোর বেগেও ছড়াতো তা ১৩৭০ কোটি আলোকবর্ষ অংশে ছড়িয়ে পড়তো। যদিও আলোর বেগ সম্ভব নয় তাই আরো কম অংশে ছড়ানো উচিৎ, কিন্তু তা না হয়ে সেটা কিভাবে আরো ৮ হাজার বেশি অর্থাৎ ৯২০০ কোটি আলোকবর্ষ অংশে ছড়িয়ে পড়লো..?

Leave a Reply

Your email address will not be published.