ভারত

ভারতবর্ষের হাতে থাকা আমেরিকার কোন বিমান নিয়ে চীনের চিন্তা বৃদ্ধি হচ্ছে?

নিউজ ডেস্কঃ ভারতের বায়ুসেনার পাশাপাশি নৌসেনার ও ক্ষমতা বাড়তে চলেছে, ইতিমধ্যে বেশ কিছু যুদ্ধজাহাজ এবং সাবমেরিনকে জলে নামানো হয়েছে এবং আসতে আসতে আরও বেশ কিছু জাহাজ এবং সাবমেরিন এই বছরেই আসতে চলেছে নৌসেনার হাতে। বিশেষ করে পরমাণু সাবমেরিন। পাশাপাশি ভারতের দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজ আই এন এস ভিক্রান্ত বর্তমানে সি ট্রায়ালে রয়েছে। আর এই ভিক্রান্তের জন্য ইতিমধ্যে একধিক বিধ্বংসী যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারেও কথাবার্তা চলছে। প্রথমাবস্থায় এই যুদ্ধজাহাজের জন্য আমেরিকা, রাশিয়া বা ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করা হলেও এই যুদ্ধজাহাজে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান থাকতে চলেছে।

নৌবাহিনীর জন্য সবথেকে বড় সুখবর হল এই যে নৌসেনার জন্য আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন হান্টার যুদ্ধবিমানকে ক্রয় করা হচ্ছে। আর এই সাবমেরিন হান্টার হল পৃথিবীর অন্যতম সেরা সাবমেরিন হান্টার যা ভারতের নৌসেনার ক্ষমতা বিরাটভাবে বৃদ্ধি করবে বলে মত একাধিক সামরিক বিশেষজ্ঞের।

পি-০৮আই নেপচুনকে বাছাই করা ভারতীয় নৌবাহিনীর জন্য গতদশকের সবথেকে সেরা সিদ্ধান্ত বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। এত অসাধারণ জিনিস পৃথিবীর ইতিহাসে কম তৈরি হয়েছে। পোসাইডনের এক্সপোর্ট ভার্সান হওয়ার পর এতে আলাদা রেডার, নিজেস্ব কমিউনিকেশান সুইট ও Magnetic Anomaly Detector (MAD) লাগিয়ে এটি এখন পোসাইডনের থেকেও অত্যাধুনিক ভার্সান। হার্পুন বল্ক-২ এর সাথে নেপচুন। এগুলির রেঞ্জ ১২৫কিমির মত। তবে এ্যন্টি জ্যমিং সক্ষমতা দারুন।

Leave a Reply

Your email address will not be published.