একাধিক দেশের ঘুম কাড়তে সক্ষম ফ্রান্সের ব্যাটেল ট্যাঙ্কার। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ফ্রান্সের আর্মি যে পৃথিবীর অন্যতম সেরা আর্মি তা কমবেশি সকলেরই জানা। কারন আজ পর্যন্ত যেকয়টি দেশ যুদ্ধ লড়েছে তার মধ্যে সবথেকে বেশি যুদ্ধে জয় পেয়েছে ফান্স। এবং এর বড় কারন হল তাদের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। বর্তমানে তাদের তৈরি রাফালে থেকে শুরু করে দাসল্ট এভিয়েশানের মিরাজ ২০০০। একের পর বিধ্বংসী অস্ত্র তৈরি করেছে ফ্রান্স। বায়ুসেনার পাশাপাশি তাদের স্থল বাহিনী যথেষ্ট শক্তিশালি। তাদের তৈরি করা এমন কিছু ট্যাঙ্ক রয়েছে যা শত্রু বা প্রতিপক্ষকে যেকোনো সময় ধুলোয় মিশিয়ে দিতে পার।
লেকলারক ট্যাঙ্ক। ১৯৯৩ সালে সার্ভিসে এই মেন ব্যাটেল ট্যাঙ্ক। ইয়েমেন সিভিল ওয়ারে এখনও ব্যবহৃত হচ্ছে এই বিধ্বংসী ট্যাঙ্ক। ফ্রান্স ছাড়াও সৌদি আরব এবং জর্ডানের কাছে রয়েছে এই বিশেষ ট্যাঙ্কটি।