আমেরিকাকে ১ কোটির উপর বুলেট বিক্রি ভারতবর্ষের
নিউজ ডেস্কঃ ভারতের সাথে আমেরিকার সক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর সেই কারনে একাধিক নতুন চুক্তি হচ্ছে এই দুই দেশের মধ্যে। সামরিক উন্নয়নের জন্য আমেরিকা ভারতকে শুধু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়েই নয় পাশাপাশি ভারতের থেকে একাধিক সামরিক জিনিসও ক্রয় করছে।
ভারতের অর্ডিনেন্স ফ্যক্টরি বোর্ড(OFB) আমেরিকাকে ইতিমধ্যে ১কোটি ১০লক্ষ 5.56×45mm বুলেট সরবরাহ করেছে। বিশেষ এই বুলেট গুলি ন্যটো স্ট্যন্ডার্ডের ওপর তৈরি কড়া হয়েছে যা ভারতের ইনস্যসের থেকে বেশ কিছুটা আলাদা।
ওএফবি জানিয়েছে যে “ অর্ডারটি সরাসরি একটি স্বাধীন মার্কিন সংস্থা থেকে নেওয়া হয়েছে। আর চুক্তিটি ওএফবি পেয়েছে অত্যন্ত কম মূল্য আমেরিকার এই সংস্থাকে অফার করায়।