পৃথিবী

পৃথিবীতে প্রথম হেলিকপ্টার উড্ডয়ন কিভাবে হয়েছিল জানেন? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ বর্তমান দিনে নিঃশব্দে শত্রুপক্ষকে হামলা বা আক্রমণ করতে ব্যবহার করা হয় হেলিকপ্টার বা ধরুন নিরাপদে দুর্গম স্থানে সেনাবাহিনীকে রসদ থেকে শুরু করে বিভিন্ন টেকনোলোজি পাঠাতে ব্যবহার করা হয়। তবে একটা সময় বিশেষ করে উনিশ শতকের দিকে এইসময় কোনও কিছু তো দুরের কথা পৃথিবীর বহু দেশ এই টেকনোলোজি ই হাতে পায়নি। তবে আমেরিকা রাশিয়া বা জার্মানির মতো দেশ এইসকল টেকনোলোজি নিয়ে রিসার্চের কাজে ব্যস্ত থাকত।

ইগর সিকরস্কি। জন্মটা রাশিয়াতে হলেও মৃত্যু হয়েছিল আমেরিকাতে। এই এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারকে বলা হত ফাদার অফ হেলিকপ্টার। প্রচুর পরিমাণে হেলিকপ্টার তৈরি করেছিল সেইসময়। বিভিন্ন টেকনোলোজি দিয়ে সেইসময় একের পর এক অত্যাধুনিক টেকনোলোজির হেলিকপ্টার নিয়ে আসে সকলের সামনে। তবে তার ফ্লাইট কেমন হত? আসলে তিনি এতোটাই দক্ষতার সাথে এই হেলিকপ্টার গুলি তৈরি করতেন যে সেটি উড্ডয়নের সময় তার মাথায় থাকা হ্যাটটি পর্যন্ত ঠিকঠাক অর্থাৎ নড়চড় হতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.