ভারত

চীন পাকিস্তানের ঘুম কাড়তে পারে যে মিসাইল

নিউজ ডেস্কঃ ভারতের হেলিনা হেলিকপ্টারের নাম পরিবর্তন করে “ধ্রুবাস্ত্র” রাখা হয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে গ্রাউন্ড লঞ্চার থেকে। পুরনো হেলিনা রূদ্রা গুলি থেকে ফায়ার করা হয়েছিল। নাম পরিবর্তন করার পর আবার গ্রাউন্ডে ফিরে এসেছে। তবে আগের হেলিনার সাথে এর অনেক পার্থক্য আছে। সেই কারনেই আবার নতুন করে গ্রাউন্ড থেকে লঞ্চ করা হচ্ছে।

হেলি থেকে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই এই হেলিকপ্টার থেকে নাগ মিসাইলের ন্যায় ভয়ংকর মিসাইলের টেস্ট হয়েছে। এই মিসাইল ভারতবর্ষের হেলিকপ্টার গুলিতে ইন্সটল করা হলে এক কথায় চীন পাকিস্তানের ঘুম কেড়ে নেবে।

Leave a Reply

Your email address will not be published.