সোভিয়েত ইউনিয়নের ভয়ঙ্কর মিসাইল। রাশিয়ার অস্ত্রাগারে এই কোন গোত্রের মিসাইল?
নিউজ ডেস্কঃ আমেরিকা এবং রাশিয়া যে একে অপরের বিরাট বড় শত্রু তা আর নতুন করে কিছু বলার নেই। তবে কিছু সামরিক বিশেষজ্ঞদের মতে একটা সময় সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধে পেরে ওঠার মতো ক্ষমতা ছিলনা। তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আর তাদের শক্তি যে বিরাটভাবে কমেছে তা আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু নতুন এক রিপোর্টে এক অবাক করার মতো জিনিস দাবি করা হয়েছে।
ঠাণ্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাছে যে বিরাট প্রচুর পরিমানে মিসাইল ছিল তা আর নতুন করে কিছু বলার নেই। তবে নতুন এক রিপোর্টে দাবি করা হয়েছে যে তাদের কাছে এতো পরিমানে এয়ার টু এয়ার মিসাইল(বায়ু থেকে বায়ুতে হামলা করা যায়) এর সংখ্যা পৃথিবীর বাকি দেশের থেকেও সংখ্যায় অনেক বেশি ছিল।
যদিও তারা তাদের নিজেদের দেশের স্বার্থে এবং অভ্যন্তরীণ সিকিউরিটির কথা ভেবে তার সংখ্যা কোনোদিন জানানো হয়নি। তবে একটা কথা বা বললেই নয় যে তাদের প্রযুক্তি আজকের রাশিয়ার থেকে অনেক উন্নত হত। তবে বর্তমানে তারা ইউক্রেন যুদ্ধে এই মিসাইল গুলি ব্যবহার করছে এবং প্রচুর পরিমানে করবে বলে মত সামরিক বিশেষজ্ঞদের।