পৃথিবী

জাপান সাবমেরিনে যুদ্ধবিমান নিয়ে ঘুরে বেরাত। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এমন কিছু টেকনোলোজি ছিল যা এখন প্রচুর মানুষের কাছে আঁতকে ওঠার মতো বিষয়। যা এখনও পর্যন্ত আবিষ্কার করেতে পারেনি পৃথিবীর কোনও দেশ। জলের নীচেই তাদের ডুবোজাহাজ যুদ্ধবিমান বহন করতে সক্ষম ছিল। এমন কিছু যুদ্ধবিমান ও হাতে ছিল তাদের যা ওই আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ার। জাপানের এই টেকনোলোজি এখনও পর্যন্ত পৃথিবীর কোনও দেশ আবস্কার করতে পারেনি। কি করে তাদের জাহাজ গুলি জলের নীচেও যুদ্ধবিমান বহন করতে সক্ষম ছিল?

এই যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ করতে পারত যেকোনো সময়। অর্থাৎ সোজা কোথায় এগুলিকে সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হত। যা যুদ্ধবিমান বহন করতে সক্ষম ছিল। জাপানের হাতে থাকা এগুলি ছিল I 400 ক্লাস সাবমেরিন।

Leave a Reply

Your email address will not be published.