বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মসের রেঞ্জ
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে বেশ কিছু বিধ্বংসী মিসাইল রয়েছে। বেশ কিছু মোতায়েন করাও আছে। তবে এখনও পর্যন্ত কতগুলি মিসাইল ভারত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে অর্থাৎ গতি বা রেঞ্জ বাড়ানোর চেষ্টা করছে তা অনেকরই অজানা।
কিছু কিছু সুত্র অনুযায়ী নেক্সট জেনারেশন ব্রাহ্মস বা ব্রাহ্মস-এনজির রেঞ্জ ৬০০ কিমি হবে এবং এর স্পিড হবে ৩.৫ ম্যাক অর্থাৎ ৪০০০কিমি/ঘণ্টা। অ্যওয়াক্স, রিফিউলার ও ASW এয়ারক্রাট ধ্বংসের জন্য এটা ডিজাইন করা হচ্ছে। তিব্বত, ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের কথা মাথায় রেখে এটা তৈরি করা হচ্ছে। ২০২৪ এ এটা ইন্ডিয়ান এয়ারফোর্স এ অন্তভূর্ক্তি করা হবে মত বেশ কিছু বিশেষজ্ঞদের।