জঙ্গিদের কবল থেকে ভারতীয় নার্সদেরকে রক্ষা করতে ঠিক কি পদক্ষেপ নিয়েছিলেন অজিত ডোভাল?
নিউজ ডেস্কঃ দেশের স্বার্থে তিনি কোনোদিন পিছুপা হননি। দেশের নাগরিকদের বাঁচাতে নিজের প্রান দিতে পর্যন্ত রাজি ছিলেন। অজিত ডোভাল। আন্তর্জাতিক স্তরের একাধিক সমস্যা নিজে হাতে সামলেছেন।
মিশন ইরাক( ২০১৪)
২০১৪ সালের জুন মাসে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছিল আইসিস জঙ্গিরা। ইরাকের তিরকিতে আটকে পড়েছিলেন হাসপাতালে কর্মরত ৪৬ জন ভারতীয় নার্স। তিরকিত শহরে নৃশংসভাবে গণহত্যা চালাচ্ছিল আইসিস জঙ্গিরা। মৃত্যুভয়ে কাঁপছিলেন নার্সরা। ঈশ্বরকে ডাকছিলেন তাঁদের পরিবার।
মে মাসেই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ দিয়েছিলেন অজিত ডোভাল। জুলাই মাসেই গোপন মিশনে উড়ে গিয়েছিলেন ইরাক। জানা যায়নি এর পর কী ঘটেছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে আইসিস জঙ্গিরা ভারতীয় নার্সদের মুক্তি দিয়েছিল। ইরবিল শহর কতৃপক্ষের হাতে ৫ জুলাই তারা তুলে দিয়েছিল ৪৬ জন ভারতীয় নার্সকে। নার্সদের নিয়ে কোচি ফিরে এসেছিল দুটি বিশেষ বিমান।