ইসরায়েলের বিরুদ্ধে কিছু করার আগে শতবার ভাবা উচিৎ ছিল ফিলিস্তিনিদের
নিউজ ডেস্কঃ গাজা এবং সমগ্র আরব দুনিয়ার ঘুম যদি কেউ কেড়ে নিয়ে গিয়ে থাকে তো সবার আগে ইসরায়েলের নাম ই মাথায় আসে। এই দেশটির বিরুদ্ধে কিছু করার আগে শতবার ভাবা উচিৎ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের পরাক্রম তা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে। তবে শুধু তারা যে টেকনোলোজির দিক থেকে এগিয়ে তেমন কিন্তু নয় পাশাপাশি সেনাবাহিনীর ক্ষমতাও যথেষ্ট।
ইসরায়েলের সেনাবাহিনীর বিরাট ক্ষমতা থাকার পেছনে বড় কারন কি জানেন? তাদের দেশের নিয়ম। কারন ইসরাইলে সরকারী ভাবেই নিয়ম ইহুদী বাচ্চাদের ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থা থেকেই পড়াশুনার পাশাপাশি কারিগরি, অস্ত্র-প্রশিক্ষণ, নিউক্লিয়ার কোর্স করা বাধ্যতামূলক! ইসরাইলের এমন অঞ্চলে ও আছে যেখানে অস্ত্র পরিচালনায় পারদর্শী না হলে ভোট অধিকার থেকে ও বঞ্চিত করা হয়! আর সেই কারনে বিশ্বের ইসরাইল ই এমন এক দেশ যেখানে যত জন নাগরিক আছেন সবাই দক্ষ সেনা।