ইঞ্জিনের কঠিন টেকনোলোজি তৈরি ভারতবর্ষের!
নিউজ ডেস্কঃ টেকনোলোজি এবং সামরিক ক্ষেত্রে যে ভারতবর্ষের উন্নতি হচ্ছে তা চোখে পরার মতো। একের পর এক টেকনোলোজি হাতে আসছে ভারতীয় সেনার। পাশাপাশি আত্মনির্ভর ভারতের জন্য বিশেষ সুবিধা ও হচ্ছে। কারন ইতিমধ্যে বেশ কিছু টেকনোলোজি ভারত বানিয়েছে যা পৃথিবীর গুটি কয়েক দেশের হাতে আছে।
ইঞ্জিনের এক কঠিন টেকনোলোজি হাতে আসল ভারতের। ইঞ্জিনের সিঙ্গিল ক্রিস্টাল ব্লেড। এটি একটি জটিলতম নির্মানীয় অংশ। এই টেকনোলোজি বর্তমানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার কাছেই রয়েছে।
নিকেলের স্পেশাল আলো দিয়ে মোট 5 সেটের তিনশটি এরকম অংশ তৈরি করা হয়। স্পেশাল এই ব্লেড গুলি তৈরি করতে স্পেশাল ডিজাইনের ছাঁচ তৈরি করতে হয়েছে। এর কাস্টিং অপরেশানের সময় ইঞ্জিনের ১,৫০০ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা সহ্য করতে পারে।