ভারত

ওজন কমিয়ে আরও ভয়ঙ্কর ভারতবর্ষের অস্ত্র মিসাইল

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে বেশ কিছু দেশীয় মিসাইল আছে যে সত্যি প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে নানা পরীক্ষা নিরীক্ষা পর দেশীয় প্রযুক্তির মিসাইল গুলি আরও বিধ্বংসী এবং ভয়ংকর হয়ে উঠেছে।

অস্ত্র মিসাইল প্রোগ্রাম। জন্ম 90 এর দশকে আর 2004 সালে, সর্বপ্রথম এই প্রকল্পে 955 কোটি টাকা বরাদ্দ হয় ও এর আগে 1998 সালে আরো ইন্ডিয়া শো তে এই মিসাইল ধারণা দেখান হয়। প্রথমে এই মিসাইল টির ওজন ছিল 300 কেজি আর রেঞ্জ 25 থেকে 40 কিমি । 2003 সালে পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপ করা হয়। কিন্তু মিসাইল টির ওজন খুব বেশী ও রেঞ্জ কম বলে একে আবার নতুন ভাবে ডিজাইন করা হয় , এর রেঞ্জ হয় 60 থেকে 80 কিমি এবং ওজন 150 কিলোর কিছু বেশী। কিন্তু আসলে এর রেঞ্জ হয় 110 কিমি হেড অন মুখোমুখি কাউন্টার আর পিছু ধাওয়া করলে 30 কিমি ফলো করলে। 2017 সালে মিসাইল টির পরীক্ষামূলক ভাবে 50 টি ইউনিট অর্ডার দেয়া হয় এবং 2019 সাল প্রর্যন্ত এদের পরীক্ষা করা হয়।

মিসাইল টি 80 কিমি লক্ষমাত্রা প্রর্যন্ত সঠিক ভাবে নিশানা ভেদ করে, এর পরেই নৌ ও বিমান বাহিনীর জন্য 248 টি মিসাইল প্রাথমিক ভাবে অর্ডার দেয়া হয়, যদিও ভারতের হাতে থাকা রাশিয়ান যুদ্ধবিমান সুখই সু 30 এম কে আই বিমানে একে আগেই ইন্টিগ্রেট করা হয়েছে। এছাড়া তেজাস বিমানে একে লাগান হচ্ছে ধীরে। বিমান বাহিনীর বাকি বিমান গুলো তে একে ইন্সটল করা হবে।

Leave a Reply

Your email address will not be published.